হাতিবান্ধা সংবাদদাতা : “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করেন। পরে স্থানীয় হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সামিউল আমিন, পিআইও ফেরদৌস আহম্মেদ, ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মতিউর রহমান, অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রমুখ। পরে দুর্যোগ প্রতিরোধে একটি মহড়া অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।