ঢাকাSaturday , 10 July 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে সীমান্ত পরিদর্শন ভারতীয় বিএসএফ মহাপরিচালক, বিজিবির ফুলেল শুভেচ্ছা

TITUL ISLAM
July 10, 2021 2:40 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত আলোচিত দহগ্রাম তিনবিঘা করিডোর ও চ্যাংড়াবান্ধা সীমান্ত পরিদর্শন করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানা।

শনিবার (১০ জুলাই) ভারতের বাগডোগড়া বিমান বন্দর থেকে সড়ক পথে ২ টা ৫ মিনিটে তিনবিঘা করিডোরে আসলে তাঁকে গার্ড অব অনার প্রদান করে ভারতীয় বিএসএফের একটি দল। এরপর তিনি বাংলাদেশিদের চলাচলের রাস্তা তিনবিঘা করিডোর ও সেখানে দায়িত্বরত বিএসএফের সদস্যদের সাথে কথা বলেন।

তাঁর সাথে ভারতের কোচবিহার জেলার বিএসএফের কলকাতা ইস্টার্ণ কমান্ডের মহাপরিচালক (ডিজি) পঙ্কজ সিং, মেখলিগঞ্জ থানার শশী ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক এবং উত্তরবঙ্গ সদর দপ্তরের বিএসএফ কর্মকর্তাগণসহ মহাপরিচালকের সহধর্মিনীও উপস্থিত ছিলেন।

এসময় বিএসএফের মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাত করেন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার ইয়াছির জাহান ও অধিনায়ক লে. কর্ণেল ইসহাক। সাক্ষাতকালে বিজিবির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

বিজিবির সৌজন্যে করিডোরে অবস্থিত কনফারেন্স রুমে চা চক্রে মিলিত হন বিএসএফের মহাপিচালক ও সফরসঙ্গী বিএসএফের কর্মকর্তাগণ। প্রায় ৪০ মিনিটব্যাপী সৌজন্য সভায় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে। এরপর ২ টা ৫০ মিনিটে বিএসএফের মহাপিচালক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে বিএসএফের তিনবিঘা ও ভীম ক্যাম্প পরিদর্শন করেন।

ভারতীয় বিএসএফের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্থানার সাথে সৌজন্য বৈঠক মিলিত হওয়া প্রসঙ্গে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল ইয়াছির জাহান বলেন, বিএসএফের মহাপরিচালক সীমান্তে হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার সর্বাতœক চেষ্টা করবেন বলে জানান।

তিনি আরও বলেন, ‘যে কোন সময়ের তুলনায় বর্তমানে উভয় দেশের জনগণের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান উল্লেখ্য করে সৌজন্য বৈঠকে বিএসএফ মহাপরিচালক উভয় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্তে চোরাচালান কমে যাওয়ায় বিজিবি-বিএসএফের যৌথ টহল অনেক বেশি কার্যকরী উল্লেখ্য করে তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তা পূনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।’

সৌজন্য বৈঠক শেষে বিএসএফের মহাপরিচালক ও মহাপরিচালক পতœীকেসহ বিএসএফের কর্মকর্তাদের বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বিএসএফও বিজিবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করে।

উল্লেখ্য, বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা দুইদিনের সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করছেন। এছাড়াও তিনি বিএসএফের উত্তরবঙ্গ সদর দফতরে সৈনিক সম্মেলনেও বক্তব্য রাখবেন বলে সীমান্ত সুত্র নিশ্চিত করেছে।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।