ঢাকাThursday , 21 January 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতে টাকা ছিলনা,অভিযোগ করলেন আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের

TITUL ISLAM
January 21, 2021 4:47 pm
Link Copied!

আদিতমারী লালমনিরহাট প্রতিনিধিঃ

পিটিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে হাসপাতালে ভর্তি হলেন নগেন্দ্র নাথ।অথচ তার হাতে কোনো টাকাই ছিলনা।

আদিতমারী পল্লী সঞ্চয় ব্যংকের জুনিয়র অফিসার নগেন্দ্র নাথ একই উপজেলার সারপুকুর ইউনিয়নের রমনি কান্তের ছেলে।শুরু থেকে আদিতমারী পল্লী সঞ্চয় ব্যংকে কর্মরত ছিলেন। নানা অনিয়মের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১৮ জানুয়ারী দুপুর ২.৩০ মিনিটে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাত ১১ টার দিকে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন।তার মাথায় তার দিয়ে মারা হয়েছে বলে সেদিন রাতেই আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) রাইজিংবিডিকে জানিয়েছিলেন নগেনকে তার দিয়ে মারা হয়েছে।

নগেন্দ্র নাথ তার অভিযোগে জানিয়েছেন,তাকে দুপুরের খাবার খাওয়ার সময় স্থানীয় ফরহাদ মামুন এবং শাহিন ভুঁইয়া তাকে মারধর করে। একসময় তিনি অচেতন হন।পরে হাসপাতালে ভর্তি হন।পল্লী সঞ্চয় ব্যংকের চেক দিয়ে শোনালি ব্যংক থেকে তোলা আড়াই লক্ষটাকা ছিনতাই হয়।

২১ জানুয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ কুমার জানান,ভর্তির সময় নগেনের মাথার পিছনের ডান পার্শে একটু ফোলা ছিল।ডাঃ তাসনিন কবির রেকর্ডে লিখেছেন ভোতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।আমরা সাধারণত দুইটি অস্ত্রের কথা বলি,ধারালো এবং ভোতা।ভোতা অস্ত্র একটি লাঠি বা কাঠের টুকরো কিংবা তার রড হতে পারে।

২১ জানুয়ারী পল্লী সঞ্চয় ব্যংকের ব্যবস্থাপক ফরহাদ হোসেন রানা বলেন,অফিসের টাকা হারানোর কথাটি ঠিক নয়।তাকে সেদিন আড়াই নয়,বরং ৭ লক্ষ টাকার চেক ব্যংকে জমা দেয়ার জন্য দেয়া হয়েছিল।সেই টাকা ব্যাংকে জমা হয়েছে।সে সাময়িক বরখাস্ত হলেও সে যাবার সময় তার হাতে সেই চেক দেয়া হয়েছিল।

তবে,এসব বিষয় নিয়ে আদিতমারীর সচেতন মহল দাবি করছেন,এই ঘটনার মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের এতদিনকার অনিয়ম,সদস্য হয়রানী সহ অনেক কিছুই সামনে আসবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।