ঢাকাWednesday , 10 June 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চুরির অপবাধে কিশোরকে নির্যাতন, সেই লাল এখন লালঘরে আটক ভিডিও সহ

TITUL ISLAM
June 10, 2020 1:31 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট…
লালমনিরহাটে তেল চুরির অপবাধে এক কিশোরকে অমানবিক নির্যাতনের ঘটনায় আশরাফ আলী লাল(৫৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়।

এর আগে ওইদিন রাতে কিশোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার আগে মঙ্গলবার সকালে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে অবস্থিত আশরাফ আলীর মালিকাধিন সীমান্ত শপিংকমপ্লেক্সের নিচে নির্যাতনের এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত আশরাফ আলী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। এদিকে ঘটনার পর থেকে নির্যাতনের শিকার ওই কিশোরের খোঁজ মেলেনি। তবে তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের চাঁদনী বাজার এলাকায় বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে সীমান্ত কমপ্লেক্সের নিচে থাকা একটি ইজি বাইক থেকে একটি তেলের জারিকিন ‘চুরির সময়’ কয়েকজন তাকে আটক করে। পরে তারা তাকে আশরাফ আলীর হাতে তুলে দিলে তার উপর চলে মধ্য যুগের অমানবিক নির্যাতন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলীসহ আরও কয়েকজন তাকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে। এছাড়া পা দিয়ে মুখে ও গলায় লাথি মারার সাথে সাথে চেপে ধরে। তবে কিশোরটি আশরাফ আলীর পা ধরে ক্ষমা চাইলেও তাকে ছেড়ে দেয়া হয় না এবং কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, এ ঘটনায় আশরাফ আলীকে আটক করা হয়েছে। এছাড়া তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলীসহ আরও কয়েকজন তাকে মাটিতে ফেলে বেধড়ক মারতে থাকে। এছাড়া পা দিয়ে মুখে ও গলায় লাথি মারার সাথে সাথে চেপে ধরে।

ভিডিওটিতে দেখতে নিচের লিংকে ক্লিক করুন  https://www.facebook.com/192730501573448/posts/671540430359117/ 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।