ঢাকাTuesday , 10 March 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

TITUL ISLAM
March 10, 2020 6:58 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০মার্চ) সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ এ র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুজ্জামান আহমেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ।

এ সময় ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কালীগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে উপজেলা ভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্র অংকন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা,
ফেরদৌস আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার সৈয়দা শারমিন জাহান,সুকান্ত সরকার উপজেলা সমাজ সেবা অফিসার, মোঃ জিয়াউল হোসেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কালীগঞ্জ,

মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং সভাপতি কালীগঞ্জ,

আহদুল হোসেন চৌধুরী, ভোটমারী ইউনিয়ন পরিষদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমূখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।