ঢাকাThursday , 23 January 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

“শিক্ষার্থীরা সময়মতো এলেও আসেন না শিক্ষক” ১০ শিক্ষককে শোকজ

TITUL ISLAM
January 23, 2020 12:40 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ঃ

লালমনিরহাটে সদর উপজেলায় যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার অপরাধে দুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে কারন দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক ওই দুইটি বিদ্যালয়ের ১০জন শিক্ষককে ৭ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে বৃহস্পতিবার এ নোটিশ প্রদান করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম। নোটিশের জবাবের পর তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর কুলাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষকই যথাসময় বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। এ সংক্রান্ত একটি সংবাদ সম্প্রতি বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়ার পর জেলা শিক্ষা অফিসার গোলাম নবী ওই দুই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কারণ দর্শানোর জবাব চেয়েছেন।

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, পত্রিকার খবরগুলো আমার দৃষ্টিগোচর হওয়ায় শিক্ষকদের কৈফিয়ত তলব করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।