রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি।
জেলখানায় পলাশ রায়কে হত্যা,সাংবাদিক প্রবীর সিকদারের বাড়ীতে হামলা,প্রিয়া সাহার বাড়ীতে অগ্নিসংযোগ সহ ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও সহিংসতার বিচারের দাবীতে
লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদ।
শনিবার সকালে জেলার শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। বিক্ষোভ মিছিলটি জেলা শহর প্রদক্ষিন করে সোসাইটি সামনে জনতা মোড়ে এক মানববন্ধন কর্মসুচী পালন করে।
ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি হীরা লাল রায়,ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অবিনাশ রায়,জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়।
এসময় বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের ওপর নির্যাতন,হুমকি বন্ধ সহ সকল হত্যাকান্ডের বিচারের দাবী জানান।