ঢাকাMonday , 13 May 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে মা নিহত, ২ মেয়ে আহত  

TITUL ISLAM
May 13, 2019 7:20 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের গুরাতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে ঢুকে পড়ে রোকেয়া বেগম (৪৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার দুই মেয়ে।

সোমবার (১৩ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া ওই গ্রামের লতিফ মিয়ার স্ত্রী। আহত দুই মেয়ে হলেন- লাভলী খাতুন (১৬) ও লতিফা বেগম (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া থেকে বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গুরাতিপাড়া এলাকায় রাস্তার পাশে আধা পাকা বাড়ি ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ট্রাকচাকায় ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়। এসময় ঘরের ভেতরে থাকা তার দুই মেয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালক মোশারফ হোসেন (৩২) ও সহকারী (হেলপার) ওপেল মিয়াকে (২৬) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।