রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
ঘূর্ণিঝড়‘ফণি’র আতংকে যখন সাড়া দেশের মানুষ আতংকিত। আতংকিত উত্তরের জেলা লালমনিরহাটের মানুষ। ঠিক সেইমুহুর্তে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকেউত্তর-পশ্চিম আকাশে মেঘকরে। ঘনকাল মেঘে আকাশ ছেয়ে যায়। মুহুর্তের মধ্যে শুরু হয় ঝড়-বৃষ্টি। মুর্হু মুহু বজ্র পাতের শব্দে আতংকটা কয়েক গুণ বাড়িয়ে তুলে ।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ইউনিয়নটির বেশক’টি গ্রামের ও দলগ্রাম ১ন মধুর বাজার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । আধা ঘন্টার ঝড়ের তান্ডবে ইউনিয়নটির তালুক মদাতী, মৌজাসাখাতী, কৈটারী, উঃমুসরত মদাতীর অংশ বিশেষ এলাকার বহুকাঁচা,আধাপাকা বাড়িঘরের টিনের চালা,ঘরের বেড়া উড়েযায়। উপড়ে পড়েছে অনেক গাছপালা।
লন্ড ভন্ড করেছে শাক-সব্জি ও ফলমূল,তরি তরকারির বাগান। ইরিবোরো আঁধা পাকা ধান খেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান তাৎক্ষনিক মদাতী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন তাঁরা। কৃষকদের পুষিয়ে উঠার লক্ষে সম্ভাব্য সহায়তা দানের আশ্বাস দেন। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ক্ষতি গ্রস্থদের সঠিক তালিকা তৈরি করে জমা দেয়ার জন্য পরামর্শ দেন।