লালমনিরহাট প্রতিনিধিঃ পানি সবার অধিকার, বাদ রবেনা কেউ আর’ এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে বৃহস্পতিবার (১১ এপ্রিল) লালমনিরহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডর আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা খামার বাড়ীর প্রশিক্ষক কৃষিবীদ হামিদুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম বজলে করিম।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।