লালমনিরহাট প্রতিনিধি ॥
জাতীয় পাটির কো-চেয়ারম্যান পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কালীগঞ্জ উপজেলা জাতীয়পার্টি। গতকাল বিকালে উপজেলার বানিনগর এলাকায় বিক্ষোভ মিছিল বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমকা সিনেমা হলের পাশে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে কালীগঞ্জ উপজেলা জাতীয় পাটির আহবায়ক, শাহ সুলতান নাসির উদ্ধিন আহমেদ নাহিদ, যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান, জাপা নেতা মোঃ রোমেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় নেতৃবৃন্দ লালমনিরহাট সদর আসনের এমপি গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পাটির কো-চেয়ারম্যান পদে বহাল রাখার জন্য দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর নিকট জোর দাবী জানান। দাবী মানা না হলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষনা দেন নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।