ঢাকাMonday , 18 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিজ মাকে যেমন শ্রদ্ধার সাথে দেখতে হয় তেমনি বীরঙ্গনা মাকেও সেই শ্রদ্ধা নিয়ে দেখতে হবে

TITUL ISLAM
March 18, 2019 6:44 pm
Link Copied!

বীরঙ্গনারা মাতৃতুল্য : সমাজকল্যাণমন্ত্রী (ভিডিও সহ)দেখুন ভিডিওটিতে কি বললেন মন্ত্রী

‘মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আমাদের বীরঙ্গনা মা বোনদের নাম, তাদের ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রতিটি বীরঙ্গনা এদেশের প্রতিটি বাঙ্গালির কাছে মাতৃতুল্য।’সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে নারী উন্নয়ন সংগঠন ‘চেষ্টা’ আয়োজিত বীরঙ্গনা নারীদের সম্মাননা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় বীরঙ্গনা সব মায়েদের সম্ভাব্য সব ধরনের সুবিধার নিশ্চয়তা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘নিজ মাকে যেমন শ্রদ্ধার সাথে দেখতে হয় আমাদের প্রতিটি বীরঙ্গনা মাকেও সেই শ্রদ্ধা নিয়ে দেখতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সকল মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রতিটি বীরঙ্গনা মায়ের প্রতি যত্মশীল।’

অনুষ্ঠানে বীরঙ্গনা ব্রাহ্মণবাড়িয়ার রিজিয়া বেগম, নরসিংদীর রাজিয়া বেগম, বরিশালের লুৎফা বেগম, কুমিল্লার নুরজাহান বেগম এবং হবিগঞ্জের সন্ধ্যারাণীকে সম্মাননা স্মারকের পাশাপাশি নিজ নিজ ইচ্ছা অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার মাধ্যমে দেড় লাখ টাকা প্রদান করা হয়।

চেষ্টা’র সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুন-অর-রশিদ (বীর প্রতীক), চেষ্টা’র সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন প্রমুখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।