জনাব মাহবুবুজ্জামান আহমেদ।
(১৩-১২-১৯৬৩সালে) লালমনিরহাট জেলার কাশীরাম গ্রামে জন্ম গ্রহন করেন। ধর্ম -ইসলাম। তার বড় পরিচয় তিনি একজন বাংলাদেশী রাজনীতিবিদ।শিক্ষাগত যোগ্যতাঃ বি.কম। পেশাঃ ব্যবসা (মিলিং)ব্যবসা) মৎস্য খামার,ডিলার,বিকাশ লিঃ)
পিতাঃ আলহাজ্ব করিম উদ্দিন আহমেদ। (প্রাক্তন এমপি) ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মাতাঃ মোছাঃ নুরজাহান বেগম।
১৯৯৪ সাল থেকে ২০১৪ সাল পযন্ত ৩ নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদের দীর্ঘ ২১ বৎসর নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হয় (কালীগঞ্জ উপজেলা) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
পারিবারিক পরিচিতি ঃ মাহবুবুজ্জামান আহমেদ এর ।
১/ বড় ভাই বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ (এমপি),মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়।
২/বড় ভাই অধ্যক্ষ মোঃ রশীদুজ্জামান আহমেদ( বীরমুক্তিযোদ্ধা) ।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,কালীগঞ্জ,লালমনিরহাট।
৩/ছোট ভাই,খুরশীদুজ্জামান আহমেদ।
লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি।
মাহবুবুজ্জামান আহমেদ এর স্ত্রী।
জনাবা সাজেদা জামান। সহকারী শিক্ষক,কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ও সভানেত্রী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা।
মাহবুবুজ্জামান আহমেদ দুই ছেলের জনক।
১/বড় ছেলে সাকিব মাহবুব,ঢাকা নর্থ সাউথ ইউনির্ভাসিটির আইন বিভাগের ১০ সেমিস্টারের ছাত্র। কালীগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি।
২/ছোট ছেলে সাজিদ মাহবুব,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ছাত্র।
কালীগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক।
পর্ব-1 পরের পর্ব- আসছে 2।