ঢাকাMonday , 11 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সমাজ কল্যান মন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজানের মামলা প্রত্যাহার দাবি

TITUL ISLAM
March 11, 2019 8:46 pm
Link Copied!

সমাজ কল্যান মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে নির্বাচনি আচরন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি করেছেন আওয়ামীলীগের নৌকার প্রার্থী।

সোমবার (১১ মার্চ) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারের ব্যক্তিগত গদিঘরে সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন স্থগিত হওয়া আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম (নৌকা)।

নৌকার চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম লিখিত বক্ত্যে বলেন, জনসমর্থন না পেয়ে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করতে তার প্রতিপক্ষ ফারুক ইমরুল কায়েস (মোটর সাইকেল) আচরন বিধি ভঙ্ঘের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে প্রচারনার শেষ সময়ে নির্বাচনটি স্থগিত করেছেন। শুধু তাই নয়, এ মিথ্যা অভিযোগটির কারনে নির্বাচন কমিশন সমাজ কল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন। এ নির্দেশে ৮ মার্চ দিনগত রাতে আদিতমারী থানায় এপিএস মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাঈম। এ মিথ্যা ও ভিত্তিহীন মামলাটি দ্রুত প্রত্যাহারসহ স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনছুর আলী, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক হযরত আলী, সারপুকুর ইউনিয়নের ৭নং সাবেক সভাপতি আলহাজ্জ আবুল কালাম আজাদ, উপজেলা আলীগের সহ-সভাপতি রইজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।