ঢাকাSunday , 10 February 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২,

TITUL ISLAM
February 10, 2019 8:52 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ঃ
উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় লালমনিরহাট-বুড়িমারী স্থল বন্দর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রোববার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় আদিতমারী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম। চেয়ারম্যান পদে দলীয় মনোনয় চান জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ সামছুল ইসলাম সুরুজের ছেলে ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর ভাইপো ফারুক ইমরুল কায়েস। যিনি গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিএনপি’র প্রার্থীর কাছে সামান্য ভোটে হেরেছেন। এ ছাড়াও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু ত্যাগী দুই নেতাকে বঞ্চিত করে নতুন প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল আলমকে মনোনয়ন দেয়ায় দলীয় কোন্দল প্রকাশ্য লাভ করে। এ নিয়ে আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে রংপুর হয়ে বাড়ি ফেরা চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার অনুসারিরা মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে মহিপুর শেখ হাসিনা সেতুর দিকে যাচ্ছিল। মোটর সাইকেল শোভা যাত্রাটি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের কাছে পৌছলে বিক্ষুপ্ত আওয়ামীলীগের নেতা-কর্মীরা রফিকুল অনুসারীদের পথ রোধ করলে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গুলি ছুড়েন। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। ভাংচুর করা হয় ১০/১২টি মোটর সাইকেল। আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুই পক্ষের টান টান উত্তেজনায় আবারো সংঘর্ষের আশংকায় আতঙ্ক বিরাজ করছে ।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, আতঙ্কের কিছু নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।