হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদে ও হরতাল বিরোধী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে।
রোববার (২৯ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সকালে বিশাল এক শান্তি মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে বিকাল ৩ টায় মেডিকেল মোড়ে শান্তি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন , ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত , সাজ্জাদ হোসেন সাগর, আবু বকর সিদ্দিক শ্যামল ? এ্যাড : মশিউর রহমান , রওশন হাবীব খান মানিক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।