ঢাকাMonday , 8 May 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ যুবলীগ

TITUL ISLAM
May 8, 2023 2:37 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ ছাত্রলীগ শাখার পক্ষ থেকে ১ জন কৃষকের ৩০ শতাংশ জমির
তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকার বেলাল নামে একজন কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ যুবলীগ কর্মীরা।

সোমবার ( ৮মে) দুপুরে কালীগঞ্জে উপজেলার সরকারী করিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের ও যুবলীগের শতাধিক নেতাকর্মী

ও যুব লীগের সভাপতি রেফাজ রাঙ্গা, সরকার করিম উদ্দিন পাবলিক কলেজের ছাত্রলীগের
সাধারণ সম্পাদক,মো: মিষ্টার রহমান, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজীব , আমিরুল ইসলাম হেলাল সভাপতি, প্রেসক্লাব, কালীগঞ্জ উপজেলা। এরশাদুল হক প্রমূখ ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কলেজ শাখার ছাত্র লীগের সাধারণ সম্পাদক,মো: মিষ্টার রহমান বলেন, প্রচণ্ড দাবদাহে সাধারণ কৃষক মাঠে স্বস্তিতে কাজ করতে পারছে না। এ ছাড়া শ্রমিক সংকটও রয়েছে। ফলে অনেকেই পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ মানুষের দুঃখ-কষ্টে ও বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা
বলেন, অনেক কৃষক শ্রমিকের অভাবে তাদের জমির ধান ঘরে তুলতে পারছে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুপ্রেরণায় এ কার্যক্রম পালন করেছি। আমরা একজন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ, সবাই আমরা কৃষকের কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজীব বলেন সমস্ত নেতাকর্মীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশ ছাত্রলীগ যেভা গরিব ও অসহায় মানুষের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে তারি ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীসহ আমরা আজ একজন গরীব অসহায় লোকের ৩০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।