ঢাকাTuesday , 4 April 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

TITUL ISLAM
April 4, 2023 6:23 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল  লালমনিরহাট।

বাড়ি থেকে ডেকে নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু মুসা ছোটনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ছোটনের আত্মচিৎকারের সময় পলাশ মিয়া নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আবু মুসা ছোট উপজেলার শ্রতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, ইফতারের পর শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনের বাড়িতে যান। এসময় জরুরী আলাপের কথা বলে ডেকে আনেন স্কুল মাঠে । একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পলাশ মিয়াসহ ছোটনকে মারধর শুরু করে। পরে ছোটনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসার সময় কে বা কাহারা ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ নিয়ে গেলেন সেখানে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তি আটক হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি পরে তদন্তে বলা যাবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।