ঢাকাTuesday , 4 April 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতন

TITUL ISLAM
April 4, 2023 8:03 am
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে  ঘটে যাওয়া কিশোর সোহান (১৫) কে নির্যাতন ঘটনায় আলোড়ন সৃষ্টি করেছে। এ রকম ঘটনা কালীগঞ্জ উপজেলায় আগেও কখনও ঘটেছে বলে মনে হয় না।

গত ২ রা এপ্রিল ( রবিবার) দুপুর ১২ টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের ব্যাঙ্গেরহাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, কিশোর সোহান রাস্তা দিয়ে পথ হাঁটতে ছিল এমন সময় তার পায়ে কি যেন লেগে সে আঘাত পায়। পরে সে দেখতে পায় একটি টিউবয়েলের সকেট ছিল সেটি। সে সকেটটি নিয়ে চলে যাচ্ছিলো এমন সময় তাকে চোর মনে করে মারধর শুরু করে এলাকার লোকজন।

পরে তাকে একটি মাছের প্রজেক্টে নিয়ে গিয়ে বেঁধে প্লাস দিয়ে তার চামরা টানা হয়। রশি দিয়ে বেঁধে রড দিয়ে মারধর করা হয়।  এমনকি বাঁশ দিয়ে বাঁশ ডলা দিয়ে সোহান নামের ওই  কিশোরকে  দুপুর হতে বিকেল ৪ টা পযন্ত  মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে।

এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা নতুন কিছু নয়। মানবিক বিপর্যয় কত নিচে নামতে পারে তা ওই কিশোরকে নির্যাতনের চিত্র থেকে স্পষ্ট হয়ে ওঠেছে। নির্যাতনের শিকার ওই কিশোর বর্তমানে সু- চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রত রয়েছেন।

তার শরীরে  নানা রকম নির্যাতনের  চিহ্ন রয়েছে। বর্তমানে সে  চলাফেরা পযর্ন্ত করতে পারছে না।  ওই কিশোরের ভর্তি রেজি: নং ৩৩৬৩/২২ বেড নং ০৬। সে উত্তর জামির বাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে।

ওই কিশোরের মামা বাদি হয়ে কালিগঞ্জ থানা একটি অভিযোগ দায়েরর প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।  ওই কিশোরকে নির্যাতনের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এ ঘটনায় সোহান জানান, আমাকে বেঁধে রড দিয়ে মেরেছে, ভুট্রাক্ষেতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি তাদেরকে চিনি না তবে দেখলে চিনতে পারবো। বর্তমানে আমি চলাফেরা করতে পারছি না।

তবে নির্মম এই ঘটনাটির জন্য অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।