ঢাকাFriday , 3 February 2023
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

লালমনিরহাটে ছেকনাপাড়া কমিউনিটি ক্লিনিক যেন গরীবের স্বাস্থ্য বাতিঘর

TITUL ISLAM
February 3, 2023 2:30 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি \

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ছেকনাপাড়া কমিউনিটি ক্লিনিকটি এলাকায় জনপ্রীয় হয়ে উঠেছে। ছেকনাপাড়া কমিউনিটি ক্লিনিকটি গরীবের স্বাস্থ্য সেবায় যেন বাতিঘর।

তিস্তাঞ্চলে হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা অবদান এই ক্লিনিকটি। তিস্তাপাড়ে এই ক্লিনিকটি গড়ে উঠে ২০০১ সালে। প্রধান মন্ত্রীর স্বাস্থ্য সেবা সাধারন মানুষের দোড় গোড়ায় পৌছাতে প্রতিষ্ঠার পর থেকে এ ক্লিনিকটি সাধারন মানুষের মনের গেথেছে। প্রতিদিন ৫০/৬০জন দরিদ্র রোগী চিকিৎসা নেয়।

তাদের নিকট পৌছে যায় সরকারী ঔষধ। বিনা পয়সায় স্বাস্থ্য সেবা পেয়ে খুশি এলাকার লোকজন। ওই ক্লিনিকে সিএইচসিপি পদে রয়েছে মোঃ শরিফুল ইসলাম সুজন।

স্বাস্থ্য সহকারী মোঃ খায়রুল ইসলাম তোকদার ও এফডøু এ পদে সিন্দু রানী কর্মরত রয়েছেন। ওই ক্লিনিকে বেশ কয়েক দিন সরোজমিনে গেলে লক্ষ্য করা যায় সিএইচসিপি পদে রয়েছে মোঃ শরিফুল ইসলাম সুজন ঝড়-বৃস্টি ও শীত উপেক্ষা করে স্বাস্থ্য সেবা দিচ্ছেন।

ওই ক্লিনিকের স্বাস্থ্য সেবা দেখে খুশি এলাকার মেম্বার লাল মিয়াসহ অনেকে। প্রতিদিন মা ও শিশু এবং সাধারন রোগী দের স্বাস্থ্য শিক্ষা,পরিবার পরিকল্পনা সেবা, পুষ্টি সেবা,শিশুদের সেবা,মাতৃকালিন সেবা দিয়ে এলাকায় জনপ্রীয় হয়ে উঠেছে ওই ছেকনাপাড়া সিসি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি।

কেন্দ্রটির স্বাস্থ্য সেবা দিনদিন সাধারন রোগীর কাছে প্রীয় হয়ে উঠায় ওই এলাকার কিছু লালমনিরহাট শহারের প্রাইভেট ক্লিনিকের নিযুক্ত দালালদের চোখে পড়ে।

জানাগেছে , শহরের প্রাইভেট ক্লিনিকের দালালরা ছেনকাপাড়ার রোগীদের শহরে ক্লিনিকে পাঠিয়ে দালালরা টাকা কামাই করতো।

এখন ছেকনাপাড়া কমিউনিটি ক্লিনিকে সরকারী ভাবে বিনা পয়সায় চিকিৎসা পেয়ে ওই রোগীরা দালাল দের কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে উঠে দালালরা।

খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম খায়রুজ্জামান বাদল জানান, আমার ইউনিয়নের মধ্যে ছেকনাপাড়া কমিউনিটি ক্লিনিকটির স্বাস্থ্য সেবা খুবেই ভালো। প্রতিদিন আমি খোজখবর নেই। তবে সুজন সাধারন মানুষের সেবা দেয় তবে সে মাদক সেবী না। তিনি আরো জানান, সরকারী ঔষুধ বিনা পয়নায় পাচ্ছে ওই এলাকার লোকজন।

ওদিকে সিভিল সার্জন ডাঃ নিমলন্দু রায় জানান, আমরা সকল কমিউনিটি ক্লিনিকের প্রতি নজর দিচ্ছি যেন এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পায়। তবে ভালো কাজ করলে মন্দ লোকরা তো সমালোচনা করবেই।

খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাম্মেলন হক মানিক জানান, প্রধানমন্ত্রীর এ উদ্যেগ নিয়ে জামাত-বিএনপি তো সমলোচনা করবেই। তিনি জানান প্রধানমন্ত্রীর এই ক্লিনিকটি স্বাস্থ্য সেবা নারী-পুরুষদের দিয়ে আসছে স্বাস্থ্য কর্মীরা।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।