ঢাকাSaturday , 18 June 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শুরু

TITUL ISLAM
June 18, 2022 3:19 pm
Link Copied!

লালমনিরহাটে বন্যায় পানিবন্দি পরিবার গুলোর মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এবারের বন্যায় জেলার ৪ উপজেলায় ১৫০ মে.টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসক। শনিবার থেকে এ ত্রাণ বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনকি সম্পাদক মজিবুল আলম সাদাত। এ সময় পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহানাজ ফেরদৌসী সীমাসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ওই ইউনিয়নে ১ হাজার পানিবন্দি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১০ মে.টন চাল বিতরণ করা হয়।
এদিকে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ১১’শ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মশিউর রহমান। এছাড়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা, সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী ও সিন্দুর্না ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
উল্লেখ, এবারের বন্যায় লালমনিরহাট সদর উপজেলায় ৪৪ মে.টন ৫’শ কেজি, আদিতমারী উপজেলায় ৩৫ মে.টন, কালিগঞ্জ উপজেলায় ১৩ মে.টন ও হাতীবান্ধা উপজেলায় ৫৮ মে.টন চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসক।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।