ঢাকাMonday , 4 April 2022
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শক্তিশালী কমিটি থাকার পরও টিসিবির পন্য পেলেন না কালীগঞ্জের দুই ইউনিয়নের মানুষ

TITUL ISLAM
April 4, 2022 2:56 pm
Link Copied!

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি হয়নি।

সংশ্লিষ্ট চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা জমা না করায় উপজেলার চন্দ্রপুর ও দলগ্রাম ইউনিয়নে পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। এ কারণে ওই দুই ইউনিয়নের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা। এদিকে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা পণ্য না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৮ মোট ইউনিয়নে মোট টিসিবির পণ্য পাবেন ১৬৪৫৩ জন।
এর মধ্যে চন্দ্রপুর ইউনিয়নে ২০২০ জন ও দলগ্রাম ইউনিয়নে ২০০৫ জন। রমজান শুরুর আগে অন্যান্য ছয় ইউনিয়নে পণ্য বিক্রি করা হলেও এখন পর্যন্ত চন্দ্রপুর ও দলগ্রাম ইউনিয়নে তা হয়নি।

দলগ্রাম ইউনিয়নের বাসিন্দা বেলাল হোসেন বলেন, সরকার অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে। বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি করা হলেও আমরা এখন পর্যন্ত পাইনি। চেয়ারম্যান সাহেবের এ বিষয়ে আন্তরিক হওয়া উচিত।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন বলেন, আমাকে যে বরাদ্দ দেয়া হয়েছে এর মধ্যে আমার পরিষদ অর্ধেক আর দলীয় লোকজন অর্ধেক দিবে তাই আমার পরিষদ কোন নাম প্রেরণ করেনি।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এ বিষয়ে মোবাইল ফোনে কোন বক্তব্য দিতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান বলেন, দুই ইউনিয়নের চেয়ারম্যান উপকারভোগীদের তালিকা জমা না দেয়ায় পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। এ ঘটনায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সপ্তাহে তালিকা পেলে পন্য দেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।