ঢাকাFriday , 12 November 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বারের মত করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর আশ্বাস দিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম

TITUL ISLAM
November 12, 2021 2:43 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটবাসীর দীর্ঘ দিনের দাবি আর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির কড়িডোর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চালু করতে আবারও দ্বিতীয় বারের মত আশ্বাস দিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট রেল স্টেশনের যাত্রী সুবিধা বাড়ানোর লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বেধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী এ আশ্বাস দেন।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমাদের সব লাইন সিঙ্গেল। ডুয়েলগেজ ছাড়া ট্রেন বাড়ানো যাচ্ছে না।

তাই লাইন ডুয়েলগেজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় বঙ্গবন্ধু সেতুর পাশে ডুয়েলগেজের রেল সেতু নির্মাণ করা হচ্ছে। যা আগামী ২৪ সালে শেষ হবে।

তখন ট্রেন বাড়ানো সম্ভব হবে। তবুও যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির কড়িডোর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালু করা হবে।

 

লালমনিরহাট রেল স্টেশনে যাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, লালমনিরহাট রেলস্টেশন এলাকায় নিরাপত্তা বাড়াতে লাইটিংসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মাধ্যমে স্টেশন এলাকায় বহিরাগতদের আগমন রোধ করা হবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল হাসান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২০০৯ সালে লালমনিরহাটের বহুল আলোচিত দহগ্রাম আঙ্গোরপোতা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দহগ্রাম তথা লালমনিরহাটবাসীর উপহার স্বরুপ তিনবিঘা কড়িডোর এক্সপ্রেস নামক একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে নানান কর্মসূচি পালন করছে জেলাবাসী। গত ২০১৯ সালে বুড়িমারী স্থলবন্দর স্টেশন পরিদর্শনে এসে বর্তমান রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি কড়িডোর এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর আশ্বাস দেন। এরপরও চালু হয়নি জেলাবাসীর দীর্ঘদিনের দাবির সেই আন্তঃনগর ট্রেন। যা চালু করতে দ্বিতীয় বারের মত আশ্বাস দিলেন রেলপথমন্ত্রী।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।