ঢাকাTuesday , 20 July 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানী দিবেন লালমনিরহাটের প্রতিবন্ধী মোজাম্মেল

TITUL ISLAM
July 20, 2021 5:19 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

প্রতিবছরের ন্যায় এবারো ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে পশু কোরবানী দিবেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তাপাড়ের বাসিন্দা চক্ষু প্রতিবন্দি মোজাম্মেল হক আকন্দ (৬৫)।

সরজমিনে এলাকাবাসীর সুত্রে জানাগেছে, উপজেলার তিস্তা নদী কবলীত গড্ডিমারী ইউনিয়নের মৃত.কেরামত আলী আকন্দ’র ছেলে মোজাম্মেল হক আকন্দ (চক্ষু প্রতিবন্দি) তিস্তা নদীর গ্রাসে জায়গাজমি হারিয়ে চার সন্তানের লেখাপড়ার খরচ সহ পরিবারের ৬ সদস্যর ভরনপোষন নিয়ে দু:চিন্তায় পড়েন।

ইত্যেমধ্যে ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী’র নিজ ত্রান তহবিল থেকে ২০ হাজার টাকা সাহায্য পান। সেই টাকা দিয়ে ছাগল কিনে লালনপালন করতে থাকেন এবং বিপদের সময় সাহায্য পাওয়ার কারনে নিয়ত করেন প্রতি বছর জিলহজ্ব মাসে বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে একটি করে পশু কোরবানী দিবেন।

প্রতিনিধি’র একান্ত স্বাক্ষাতকারে মোজাম্মেল হক আকন্দ বলেন, তিস্তা নদীর গ্রাসে সব কিছু হারিয়ে দু:চিন্তায় ছিলাম। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী’র দপ্তরে সাহায্যর আবেদন করি। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এর সহযোগিতায় ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী’র নিজ ত্রান তহবিল থেকে ২০ হাজার টাকা সাহায্য পাই।

সেই টাকা দিয়ে ছাগল কিনে লালনপালন করতে থাকি এবং বিপদের সময় সাহায্য পেয়ে উপকৃত হওয়ার কারনে নিয়ত করি প্রতি বছর জিলহজ্ব মাসে বঙ্গবন্ধু’র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে গৃহপালিত একটি পশু (ছাগল) কোরবানী দিবো।

২০১৭ সাল থেকে দিয়ে আসছি এবং যতদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নামে পশু কোরবানী দিবো। আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু’র আর্দশের রাজনীতি করি, আমার এক চক্ষু অন্ধ আর চক্ষু দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে জীবনে একবার স্বাক্ষাত করতে চাই।

ছবি ক্যাপশন: হাতীবান্ধার তিস্তাপাড়ের প্রতিবন্দি মোজাম্মেল হক আকন্দ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।