ঢাকাWednesday , 12 May 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ

TITUL ISLAM
May 12, 2021 3:19 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সারাদেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।।

তিনি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার সঙ্গে সামাজিক দূরুত্ব বজায় রেখে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন লালমনিরহাটসহ সারাদেশবাসীর প্রতি।

বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

এবার পবিত্র ঈদ-উল ফিতর এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে সামাজিক দূরুত্ব বজায় রেখে ঈদ পালনের আহবান জানান তিনি ।

পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ-উল ফিতর।

ঈদ-উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।

সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নবউদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ তিনি দেশবাসীকে মহামারী থেকে রক্ষার জন্য পবিত্র ঈদ-উল ফিতরের দিন মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহবান জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।