গণবিজ্ঞপ্তি: এত দ্বারা রংপুর মহানগর এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহানগর এলাকার বিভিন্ন সময় যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠান/ ব্যক্তি কৃতক উচ্চ শব্দে মাইক ব্যবহার করে বিভিন্ন ধরনের গণবিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। ফলে মেট্রোপলিটন এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের বিরক্তি সৃষ্টিএবং শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৩৩ধারা অর্পিত ক্ষমতাবলে সম্মনিত নাগরিকবৃন্দ বিরক্তি ও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে নিম্নে বণিত শর্ত সাপেক্ষে মাইকের ব্যবহার করা হলো।
১/ বিজ্ঞপ্তি প্রচারের ক্ষেত্রে মাইকের ব্যবহার ১৪.০০ ঘটিকার থেকে ১৮.০০ ঘটিকা প্রর্যন্ত সীমাবদ্ধ রাখা।
২/ বিভিন্ন সাংস্কতিক অনুষ্ঠান এবং জনসভার ক্ষেত্রে ২২.০০ ঘটিকার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে।
৩/ বিজ্ঞপ্তি প্রচারণাসহ বিভিন্ন অনুষ্টানের ক্ষেত্রে একাধীক মাইকের হর্ণ ব্যবহার না করা ও শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখা।
৪/ হাসপাতালের নিকট ও অফিস চত্বরে মাইক ব্যবহার না করা।
৫/ যে কোনো পাবলিক পরিক্ষা চলা কালে স্কুল/ কলেজের আশেপাশে মাইক ব্যবহার না করা।
৬/ কোনো ব্যাক্তি বাড়ী বা প্রাঙ্গণের সম্মুখে বাদ্যযন্ত্রের সাহায্যে গান বাজানার জন্য মাইক ব্যবহার না করা।
৭/ মসজিদে আযান ও নামাজ চলাকালে মাইক ব্যবহার না করা।
৮/ জরুরী প্রয়োজনে কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাইক ব্যবহার করা।
এই আদেশ ৪ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয় প্রর্যন্ত বলবৎ থাকবে উক্ত আদেশ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন আপনাদের সহযোগিতা কামনা করেছেন।