ঢাকাTuesday , 27 April 2021
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পূর্বশত্রুতার জেরে কলেজ পড়ুয়া ছাত্রীকে কুপিয়ে জখম 

TITUL ISLAM
April 27, 2021 7:44 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজ পড়ুয়া ছাত্রীকে কুপিয়ে জখম সহ একেই পরিবারের তিনজনকে পিটিয়ে ও জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার
মৌজা শাখাতী মদাতী ইউনিয়নের বাবুরডাংগায়
এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত কলেজ পড়ুয়া ছাত্রী মায়া বেগম জানান, কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে একই এলাকার আব্দুর সাত্তার, ও সাদিকুল ইসলামের সাথে জমা জমি নিয়ে বিভিন্ন বিষয়াদি বিরোধে চলছিলো। এর জের ধরে সোমবার দুপুরে উল্লেখিত ব্যক্তিরা আরো লোকজনসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে।

এসময় আমি ও আমার মা ছোট বোন বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন আমাদের কে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। মায়া বেগম আরো জানায় এসময় আমার বাবা আমাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করেন।

কলেজ পড়ুয়া ছাত্রী মায়া বেগমের বাবা আব্দুল জলিল জানান, হামলাকারীরা আমার জমিতে সুপাড়ির গাছ,কলা গাছ ও বসত বাড়ীর ঘরের টিনের বেড়া ভাংচুর করিয়া ৩০ হাজার টাকার ক্ষতি করে, এবং মেয়েদেরকে শ্লীলতাহানি ঘটায়, ও আমার মেয়ের গলায় থাকা ৩৫ হাজার টাকা দামের একটি স্বর্ণালঙ্কার চেন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ঘটনায় আহত আব্দুল জলিল বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ
বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই-বাছাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।