ঢাকাTuesday , 15 December 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

অনলাইন পাঠদানে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা পেল হাতীবান্ধার আব্দুর রাজ্জাক রুবেল

TITUL ISLAM
December 15, 2020 6:31 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:

বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারীতে শিক্ষার গতি সচলের মাধ্যমে এসডিজি -৪ এর লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে জনপ্রিয় ওয়েব পোর্টাল “শিক্ষক বাতায়নে” এ বিশেষ অবদান ও “অনলাইন পাঠদান”-এ লালমনিরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা পেল স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রসাশ আবু জাফর শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেলের হাতে তুলেন দেন।

স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল হাতীবান্ধা উপজেলার আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক।

করোনার  শিক্ষা কার্যক্রম বন্ধু তাই ঘরে বসে অলস সময় পার করছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে করে শিক্ষকরাও যেমন দিশেহারা তেমনি শিক্ষার্থীদেরও ক্ষতি হচ্ছে পাঠদানে। আর এরই মাঝে শিক্ষকদের পাঠদান চর্চা ও শিক্ষার্থীদের শিক্ষার মান ধরে রাখতে চালু করা হয় অনলাইন স্কুল।

সেই ধারাবাহিকতায় অনলাইন স্কুলের ক্লাস নিয়ে শিক্ষার্থীদের মাঝে সাড়া ফেলেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল।

শুধু শিক্ষক হয়ে নয় একজন ভালো বন্ধু হয়েও মনে জায়গা করে নিয়েছেন তিনি। এমনকি ৩৫ টি ক্লাস নিয়ে ১৮টিতে শ্রেষ্ঠ শিক্ষকদের তালিকায় স্থান দখল করেছেন।

করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়
অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রাথমিক ভাবে নির্বাচিত হন শিক্ষক রুবেল।

প্রথমেই তিনি শিক্ষার্থীদের মনে জায়গা করে নেন। ফলশ্রুতিতে অনলাইন এ ব্যাপক সাড়া পরে যায় শিক্ষক রুবেলের। আর এতে করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক রুবেলের সঙ্গে যোগাযোগ করেন। তাদের নিজস্ব অনলাইন স্কুলের ক্লাস নিতে।
এভাবেই আব্দুর রাজ্জাক রুবেল একে একে নিজ জেলা লালমনিরহাটের পাশাপাশি কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাও, চট্টগ্রামসহ দেশের প্রায় ২৪টি অনলাইন স্কুলে ২৫৩টি ক্লাস নিয়েছেন। এর মধ্যে শুধু রংপুর অনলাইনে ৩৫টি ক্লাস নিয়ে ১৮ টিতে প্রথম, ২য়, ৩য় স্থান অর্জন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করে।

এদিকে মুক্তপাঠ কোর্সে অংশ নিয়ে ৩৫টি সনদ পেয়েছেন। মাইক্রোসফট এডুকেশন সেন্টার থেকেও ৪০টি সনদ অর্জন করেছেন শিক্ষক আব্দুর রাজ্জাক রুবেল। এছাড়া শিক্ষক বাতায়নে নিয়মিত কনটেন্ট আপলোড করছেন তিনি।

আব্দুর রাজ্জাক রুবেল জানান, এই কাজটি করতে পেরে আমি আমার নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করি। পরে যখন রংপুর অনলাইন স্কুলের মাধ্যমে ক্লাস নেওয়ার সুযোগ পাই, তখন আমরা ওই পরিকল্পনায় ভিন্ন মাত্রা পায়। রংপুর অনলাইনের পাশাপাশি আরো ২৪টি বিদ্যালয়ের অনলাইন স্কুলে ক্লাস নিচ্ছি। যতদিন সম্ভব আমি এভাবে সকল শিক্ষর্থীর জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

এর পাশাপাশি শিক্ষক রুবেলও শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে। রুবেলের ক্লাসে মুগ্ধ শিক্ষার্থীরা।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।