ঢাকাTuesday , 9 June 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দিনে আলোয় আলোকিত হবে রাতের কালীগঞ্জ- আদিতমারী

TITUL ISLAM
June 9, 2020 12:23 pm
Link Copied!

দিনের ঝকঝকে রোদ। সেই রোদ শুষে রাতে জ¦লবে ১৬০টি সোলার প্যানেল। সূর্যের অফুরন্তআলো থেকে আলো নিবে এই প্যানেলগুলো। সেই আলোয় আলোকিত হবে লালমনিরহাটের কালীগঞ্জ-আদিতমারী সহ দুই উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কথা দিয়েছিলেন কালীগঞ্জ উপজেলার রাস্তাঘাট আলোকিত করার তার প্রতিশ্রæতি তিনি রেখেছেন।

আলোকিত হচ্ছে কালীগঞ্জে ও আদিতমারী রাস্তাঘাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান।গতকাল মঙ্গলবার সকালে মন্ত্রীর ছোটভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ প্রথম পর্যায়ের ১৬০টি সোলার স্থাপন কাজের উদ্বোধন করেন।

সৌরবিদ্যুতের সড়ক বাতি জ্বালানো মন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে কালীগঞ্জের স্থানীয়রা বলেন, আমাদের দেশের বিদ্যুৎঘাটতি মেটাতে সৌর বিদ্যুতের এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো। সোলারের মৃদু এই আলোটাও বেশ চোখ-সহনীয় মনোরম। পর্যায়ক্রমে প্রতিটি সড়কে সৌরবিদ্যুতের বাতি লাগানো হলে কালীগঞ্জ উপজেলার সড়কগুলো রাতে আলোকিত হবে। সৌরবিদ্যুৎ কাজে লাগিয়ে রাষ্ট্রীয় বিদ্যুতের উপর চাপ কমানোর এই উদ্যোগের প্রতি সমর্থনও সবার।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর নির্দেশে টিআরকাবিখার আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায়প্রায় এক কোটি টাকা ব্যায়ে এই কাজটি ঢাকার সাসটেইন কোম্পানী নামের একটি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে।

ঢাকার সাসটেইন কোম্পানীর ম্যানেজার আবুল বাশার জানান, প্রতিটি ২০ ফিট পোস্টের উপর থাকবে ৪ফিট দৈর্ঘ্য ও সাড়ে ৪ ফিট প্রস্থের ৬০ ওয়াটের সৌরপ্যানেল এবং ১৫ ওয়াটের বাতি। যা সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে অটোসিস্টেমে সেই প্যানেলে যুক্ত বাতিগুলো জ্বলে উঠবে এবং সকালে নিভে যাবে। প্রতিটি মূল্য ধরা হয়েছে ৫৬ হাজার ৪৯০ টাকা। তিনি আরো বলেন, “ব্যাটারি স্থাপন করতে মাটির অনেকটা নিচ পর্যন্ত গর্ত করে একটি বক্স তৈরি করা হয়েছে। সেই বক্সটির উপরে রয়েছে সিমেন্টের ঢালাই। ফলে এটা সহজে চুরি করা সম্ভব নয়।”

কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ জানান, সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কথা দিয়েছিলেন কালীগঞ্জ-আদিতমারী উপজেলার রাস্তাঘাট আলোকিত করবেন তিনি তার প্রতিশ্রতি প্রতিটিই বাস্তবায়ন করে চলেছেন। আজ কালীগঞ্জ উপজেলার কিছু রাস্তাঘাটসহ বিভিন œপ্রতিষ্ঠান আলোকিত হচ্ছে।

আগামীতে আরো সোলারস্টিড স্থাপন করে কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো রাতে আলোকিত করা হবে।সোলার প্যানেল স্থাপন কাজের উদ্বোধনকালে অন্যানের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,সাংবাদিক তিতাস আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।