ঢাকাSaturday , 23 May 2020
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ব্যক্তিগত তহবিল থেকে ৪শত পরিবারে মাহবুবুজ্জামান আহমেদ র’ ঈদ সামগ্রী বিতরণ

TITUL ISLAM
May 23, 2020 8:53 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাট জেলার কালীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত গরীব, দুস্থ, অসহায়দের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ।

শনিবার বেলা ১২ টায় করিম উদ্দিন সরকারী কলেজ চত্বরে করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার বিভিন্ন এলাকার ৪শত ২৫ জন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কাজ কর্ম না থাকায় চরম খাদ্য সংকটের মধ্যে পড়ে নিম্ন আয়ের এই সকল মানুষ।

করোনা কালীন সময়ে ওই সকল হতদরিদ্র মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান। দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ ব্যাপারে বৈরাতী গ্রামের বুলবুলি নামে এক বৃদ্ধ লালমনিরহাট অনলাইন নিউজকে বলেন, সামনে ঈদ তাই দুশ্চিন্তায় ছিলাম ঈদের দিনে ভাল মন্দ কিছু খেতে পারব কি না।

এর মাঝেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোথাও গিয়ে কারো কাছে যে চাইব তারও কোন উপায় নেই। এই ঝড় বৃষ্টির মধ্যেই উপজেলা চেয়ারম্যান আমাদের মত অসহায় মানুষকে ঈদের দিনে ভাল মন্দ এক বেলা খাওয়ার জন্য যে ব্যবস্থা নিয়েছেন আল্লাহ তাকে যেন দীর্ঘজীবি করেন।

এদিকে কাশীরাম এলাকার রহমত নামে এক ব্যক্তি বলেন ছেলে মেয়ে নিয়ে এ অভাবের দিনে দুশ্চিন্তায় ছিলাম দু’বেলা অন্য মুখে তুলে। কিন্তু এই ঝড়ের মধ্যেই উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাদের পাশে দাড়িয়েছেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, পূর্বেও পুরো উপজেলায় অসহায় মানুষদের ব্যক্তিগত তহবিল হতে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা দেয়ার চেষ্টা করেছি সামর্থ্য অনুযায়ী। সামনে ঈদ তাই আবারও সেই অসহায় মানুষদের কষ্টের কথা চিন্তা করে সামান্য ঈদ উপহার সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুবুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি উপাধ্যক্ষ রেফাজ রাঙ্গা, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সিনিয়ার সাংবাদিক তিতাস আলম, এবং বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা।।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।