ঢাকাSunday , 29 December 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রিক্সায় ঘুরে ঘুরে তিস্তা পাড়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন মাহবুবুজ্জামান আহমেদ

TITUL ISLAM
December 29, 2019 12:11 pm
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রাকৃতিক ঋতু পরিক্রমায় এখন শীতকাল। শীতের হাড় কাঁপানো ঠান্ডায় ইতোমধ্যে কাঁপন শুরু হয়েছে। বাস্তবতা হচ্ছে দেশজুড়ে এখন প্রচন্ড-শীত। বিশেষ করে বৃদ্ধ,অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষরা শীতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ছিন্নমূল হাজারো মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

সমাজের সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত এমন কিছু মানুষের দুর্দশা লাঘব করতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের বিভাগের শ্রেষ্ঠ ও ২০১৯ সালে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ কখনো রিকশায় কখনো ভ্যানে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত গরিব শীতার্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪টায় তিস্তা পাড়ের বৈরাতী গ্রামের ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন।

কম্বল বিতরনকালে তিনি জানান,আমার মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সামর্থবানরা শীতে যখন বাহারী পোশাক পড়ে উষ্ণতা গ্রহণ করে তখন অসহায়রা নগ্ন পায়ে উদোম গায়ে শীতে কাঁপে।

সমাজে কতো মানুষই তো শীতে শীতবস্ত্র বিতরন করে তবে যারা সত্যি কারের অসহায় ও সুবিধাবঞ্চিত তাদের হাতে শীতবস্ত্র পৌছানো আমার প্রধান উদ্দেশ্য। এ শীতে সুবিধাবঞ্চিতদের একটু উষ্ণতা দিতেই আমার এই ক্ষুদ্র আয়োজন।

তিনি আরোও জানান, সারা দেশের মতো কালীগঞ্জে তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে দরিদ্র-বৃদ্ধ নারীকে শীতের কম্বল বিতরণ করেছি।

জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে উপজেলা পরিষদও জনগণের পাশে রয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।