কৃষি মন্ত্রণালয়ের কৃষি প্রণোদনার আওতায় লালমনিরহাটের কালীগঞ্জে জেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে জেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। অনুষ্ঠানে উপজেললা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ১৮০ জন কৃষকের হাতে গম, ভুট্টা বীজ ও সার তুলে দেন প্রতিমন্ত্রী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।