ঢাকাFriday , 28 June 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

একদিন কবে হবে? মোয়াজ্জেম হোসেন

TITUL ISLAM
June 28, 2019 5:29 am
Link Copied!

দূর আকাশে জোসনা তারার মেলা বসেছে
চারদিকে ঝিঝি পোকার ডাক।

কত মিষ্টি দক্ষিনা হাওয়া
আমি স্নিগ্ধতায় বসে ভাবছি!
মাথার চুল এলোমেলো নিয়ে খোকা এলো
পড়নের শার্ট-প্যান্টে লেপটে আছে রক্ত।

খোকা যুদ্ধে যায়নি, গিয়েছিল রাজনীতির কবিসভায় তাহলে খোকার শরীরে রক্ত ঝড়বে কেন?

আইরিন জিজ্ঞাসা করেছে খোকাকে
আধুনিক প্রযুক্তির যুগে কী শুনেছে এসব?

না, দেশের যুব সমাজের অবস্থা কী বেহাল?

তার প্রতিচ্ছবি খোকার শার্ট-প্যান্ট!
দেখুন, সত্য, নীতি ও আদর্শ সাহেব

আজ তোমাদের ভগ্নদশা ঘরে ঘরে ঠুকেছে।
বদলে যাওয়া সমাজ ব্যবস্থায়,
রাজনীতির কবিসভার আচরণ বদলাতেই হবে।
না, না, না

এই আন্দোলন করো না!
মসজিদ, মন্দির, গীর্জা সকল
কোথায় আসল চর্চা সৃষ্টিকর্তার?

সবই যেন স্বার্থপরতায় জাতির মতিভ্রম!
এরপরও আশা মানুষ গণতান্ত্রিক হবে।

আইন হবে, মানুষ হবে
সমাজ হবে, বিবেক হবে
একদিন কবে হবে?

না, না, না
কী হবে?

খোকার রাজসভার সংস্কৃতি বদলাতে হবে!
রাজ কবিরা কবে বদলাবে পুরনো অভ্যাস
নীতি, আদর্শ আর সত্য না কী সেখানে।

তবে গাঁয়ের মমতাজ উদ্দিন লালন করেন
আদর্শ, সত্য ও নীতি আছে বিবেকে।

চলো না ঘুরে আসি
ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম
রাজসভার কবিদের বলে আসি, বিবেক তোমার কোথায়?
……………………………………………….
লেখাঃ ২৪ জুন, ২০১৯ খ্রিঃ
সোমবার, লালমনিরহাট।

বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং কালচারকে নিয়ে তারই ধারাবাহিকতায় কবিতাটি লিখেছেন বাংলা ট্রিবিউন এর লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মোয়াজ্জেম হোসেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।