ঢাকাTuesday , 19 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

প্রাথমিক শিক্ষকদের ১০তম গ্রেড নিয়ে গণশিক্ষামন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

TITUL ISLAM
March 19, 2019 8:11 pm
Link Copied!

১১তম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলেনের মধ্যেই তাদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে মর্মে কিছু কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের কোন ধরনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে প্রেরণ করা হয়নি।

এতে আরো বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে নিরসনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে এ বিষয়ে ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়/অর্থ বিভাগে প্রেরণ করা হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন তথ্যে বিভ্রান্ত না হয়ে শিক্ষকদেরকে বিদ্যালয়ের প্রাত্যহিক পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অনুরোধ করা হলো। সুত্র শিক্ষা বার্তা

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।