বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৯:০৫ অপরাহ্ন
শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। প্রতিষ্ঠান এবার সবচেয়ে কম দামের একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে। মডেল রেডমি গো। এটি অ্যানড্রয়েড গো এডিশনের ফোন। ভারতে দাম ৪৫০০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫৫০০ টাকা।
রেডমি গো মডেলের ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৭০ শতাংশেরও বেশি।
১ জিবি র্যাম ও ৮ জিবি রমে ফোনটি পাওয়া যাবে। রম মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটি অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট রয়েছে।
ছবির জন্য আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
ব্যাকআপের জন্য এই ফোনে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি। ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ডিভাইসটিতে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। সুত্র ঢাকাটাইমস২৪ডটকম
Leave a Reply