ঢাকাMonday , 18 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

TITUL ISLAM
March 18, 2019 6:08 pm
Link Copied!

পলি আক্তার ইতালি থেকে :-
স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে জাতির পিতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে প্রবাসী বাংলাদেশীরা
এই মহান নেতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস হিসেব উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, ইতালি আয়োজিত বর্ণাঢ্য জন্মদিনে শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক উপস্থিত বক্তব্য, আবৃতি ও খেলায় অংশগ্রহন করে। আলোচনা অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স সিকদার মো: আশরাফুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে, আজকের শিশুরাই আগামী দিনে দেশে-বিদেশে নেতৃত্ব দিতে অনুপ্রেরণীত হবে।

এছাড়াও আলোচনা সভায় কে.এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সহ সভাপতি জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ, যুব লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আজ জাতির আনন্দের দিন। এইদিনে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই বাংলাদেশের জন্ম হয়েছে আর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তারা আরও বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে।

পরে দূতাবাসের চার্জ দ্যা এ্যফেয়ার্স ও উপস্থিত নেতৃবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান করেন। এসময় প্রবাসী অভিভাবকরা মনে করেন, এধরনের আয়োজনের মাধ্যমে আমাদের প্রজন্ম বাংলাদেশ ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।