চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ছাত্রকল্যাণ পরিষদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলা বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল ইসলামকে সভাপতি এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২তম আবর্তনের শিক্ষার্থী নুরুজ্জামান হককে সাধারণ সম্পাদক করে
রবিবার (১৭ মার্চ) লালমনিরহাট ছাত্রকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আগামী এক বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আব্দুর রাজ্জাক (ইংরেজি বিভাগ), বিশ্বনাথ রায় (ইংরেজি),অর্জন রায় (অর্থনীতি) , যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আলী (সংস্কৃত), রবিউল ইসলাম সেতু(মেরিন সাইন্স), সুজন মিয়া (ণৃবি), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বাংলা), অর্থ সম্পাদক সুলতান মিয়া(লোকপ্রসাশন) ,দপ্তর সম্পাদক শহিদুল হক (সমাজতত্ত্ব), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন (ইতিহাস), ক্রীড়া সম্পাদক মাসরাফি ইসলাম ,( খেলা-ধূলা) ।
নতুন কমিটির সাধারন সম্পাদক নুরুজ্জামান হক বলেন, ‘জেলা ছাত্র কল্যাণ পরিষদ আমার কাছে ভালোবাসার এবং দায়বদ্ধতার একটি জায়গা। আমাদের শিকড়ের পরিচয় হচ্ছে ‘লালমনিরহাট’। লালমনিরহাটের প্রত্যেক শিক্ষার্থীর কল্যাণে কাজ করতে চাই। এজন্য সবাইকে পাশে পাবো বলে আশা করছি’।