অনলাইন ডেস্ক সংস্করণ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) প্রাঙ্গনে বিগত কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মেফতাউর রহমান মুকিত (পাবলিক হেলথ এন্ড ইরফরমেটিক্স বিভাগ, ৪৪ তম আবর্তন) ও সাধারণ সম্পাদক পদে আইন ও বিচার বিভাগের, ৪৪ তম আবর্তনের অনুপ রায় দায়িত্ব গ্রহণ করেছেন।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে রিফাত বকশী (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ -৪৪ ব্যাচ) ও ফরিদুল ইসলাম মুন্না (বাংলা বিভাগ-৪৪ ব্যাচ)। যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে মঞ্জুরুল ইসলাম (পদার্থ বিজ্ঞান-৪৫ ব্যাচ, আব্দুর রাজ্জাক রোমান (ইতিহাস বিভাগ-৪৫ ব্যাচ), মাইদুল ইসলাম মিঠুন ( জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ-৪৫ ব্যাচ), আতিকুর রহমান (রসায়ন বিভাগ- ৪৫ ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক হিসেবে রায়হান মাহমুদ রিকাব ( আইন ও বিচার বিভাগ-৪৬ ব্যাচ), ইকবাল মাহমুদ শিথিল (সরকার ও রাজনীতি বিভাগ-৪৬ ব্যাচ), এ বি এম সাব্বির হোসাইন (আইন ও বিচার বিভাগ-৪৬ ব্যাচ)। কোষাধ্যক্ষ হিসেবে আহসানুল হাসান প্রিন্স (নৃ-বিজ্ঞান বিভাগ-৪৬ ব্যাচ), দপ্তর সম্পাদক ফিরোজ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সালেহ মাহমুদ প্রতীক ও অন্যান্য সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুপ রায় বলেন, আমরা এখানে সবাই একটি পরিবার। পরিবারের সদস্য হিসেবে আগামী দিনগুলোতে আন্তরিকতার সাথে কাজ করতে চাই। এজন্য সবার সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি মেফতাউর রহমান মুকিত বলেন, বিগত কমিটি যেভাবে এই সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে আমরাও সেভাবে পরিচালনা করতে চাই। লালমনিরহাটের সাধারণ শিক্ষার্থীদেরকে সব রকম সহযোগিতা করে যেতে চাই। আমি চাই লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠুক। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
সাবেক সভাপতি নারায়ণ চন্দ্র রয় অর্জুন ও সাধারণ সম্পাদক রাশেদ নাঈম আল বলেন, নতুন কমিটিকে স্বাগত জানাই। লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন। ভর্তি পরীক্ষার সময় লালমনিরহাট থেকে আগত সকল শিক্ষার্থীর সার্বিক সহযোগিতা করে থাকে এই সংগঠন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে সদা পাশে থাকবে থাকবে এটাইি আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলার শিক্ষার্থীসহ নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।