রাহেবুল ইসলাম টিটুল।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় হতাহতদের ঘটনায় শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানান সমাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজ নামের ফেসবুক পেজে ।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদসহ পৃথক এক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে দুই বাংলাদেশীসহ ৪০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের মসজিদ আল নুরে সন্ত্রাসী হামলা হয়। এতে সামান্যের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
মসজিদটির কাছেই হ্যাগলি ওভাল মাঠে অনুশীলন করছিলেন দলের খেলোয়াড়েরা। অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে তারা মসজিদে প্রবেশের আগেই সেখানে হামলা চালায় বন্দুধারী এক সন্ত্রাসী। আশপাশের মানুষদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখে এবং এক নারীর সতর্ক করে দেওয়ায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা আর মসজিদে না ঢুকে টিম বাসে ফিরে আসেন।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরুর ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সেজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি চালান বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়।
ঘটনার পর টুইটারে নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল লেখেন, পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে শনিবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। হামলার পর উভয় দেশের ক্রিকেট বোর্ড ম্যাচটি বাতিল করেছে। টেস্ট বাতিল হয়ে যাওয়ায় দেশে ফিরে আসছে বাংলাদেশ দল।