পলি আক্তার ইতালি প্রতিনিধিঃ
‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের রফিক, জব্বার, সফিউরদের স্মরণ করছে পুরো জাতি।
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, সেইসব শহীদ স্মরণে বৃহস্পতিবার প্রথম প্রহরে জেগে উঠেছে সব শহীদ মিনার।
গর্ব আর শোকের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ভিত্তোরিওস্থ রোমের অস্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
২১’র প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রথমে জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
এরপর ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী ও সাধারন সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ সমিতি সহ ইতালি যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগি সংগঠন, সামাজিক ও আঞ্চলিক সংগঠন শহীদ বেদীতে পুস্পক স্তবক অর্পন করে।
এছাড়াও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব ও বাংলা প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ ১ মিনিট নিরবতার পর ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধুর অবদানকে স্মরন করে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, একুশের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ঐতিয্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে
এছাড়াও বাংলাদেশ সমিতি, ইতালী আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ মনে করেন বঙ্গবন্ধুর অবদান সুমোজ্জ্বল করার পাশাপাশি বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে
অমর একুশের চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব