লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর ম্যাচেরঘাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় ১৪৩ বিএসএফের নিউ কুচলিবাড়ী ক্যাম্পের টহল দলের গুলিতে তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে।
নিহত আসাদুল হক বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর এলাকার কাঠ ব্যবসায়ী মতিয়ার রহমান কদমার ছেলে। আসাদুল ইসলাম বিবাহিত। বাউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোজাম্মেল হক স্থানীয় গরু ব্যবসায়ী আসাদুক হকের মৃত্যুর নিশ্চিত করেছেন।
স্থানীয় এবং বিজিবি সূত্র জানিয়েছে, শনিবার ভোরে বাউরা সীমান্তের মেইন পিলার ৮০২ নম্বর এলাকার সানিয়াজান বেইলী ব্রীজের নিচ দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে ফেরার পথে বিএসএফ টহল দলের মুখে পড়ে। এসময় বিএসএফ গুলি ছুড়ে মারে। এতে নিহত হন আসাদুল হক। অন্যরা পালিয়ে আসতে পারলেও ঘটনাস্থলেই মারা যান আসাদুল হক। নিহতের মরদেহ ভারতীয় নিউ কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা উদ্ধার করে নিয়ে গেছে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝারা কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় কড়াপ্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের নিকট চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। বৈঠকে ঘটনার কারণ জানতে চাওয়া হবে।’