হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দু’দেশের নাগরিকদের সীমান্তে সহাবস্থান, মাদক, চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে সেক্টর পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে হিলি চেকপোষ্ট দিয়ে বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সোহবার হোসেন ভুঁইয়া।
পরে হিলি সিপি ক্যাম্পে বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্বে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সোহরাব হোসেন ভুঁইয়া ও বিএসএফের পক্ষে রায়গঞ্জ সেক্টর কমান্ডার ডিআইজি টিজি সিমটি।
এ সময় ভারতের রায়গঞ্জ সেক্টরের অধীন ২৮,৪১,১৮৩, ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়কগণ ও দিনাজপুর সেক্টরের অধীন জয়পুরহাট-২০ বিজিবি, ফুলবাড়ি-২৯, দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।