রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট থেকেঃ
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিবার্চনী ইস্তেহার বাস্থবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরলস ভাবে দায়িক্ত পালনের মাধ্যমে সময়ের কাজ যথাসময়ে শেষ করতে হবে।
সরকারি কাজে কোন রকম অনিয়ম, দুর্নীতি মেনে নেয়া হবে না। মাদকের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যহত রাখতে হবে।
সমাজ কল্যাণ মন্ত্রী আজ বুধবার ১৬ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় কালে এ সব কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক মোঃ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ অনান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও গণপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী সরকারি কর্মকর্তা ও গণপ্রতিনিদের উন্নয়ন কর্যক্রম সমস্যা ধোয্য সহকারে শুনেন এবং কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যক্ষ, গণ প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।