ঢাকাSunday , 10 March 2019
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লালমনিরহাটের চারটি উপজেলায় বাড়ছে ভোটার

TITUL ISLAM
March 10, 2019 10:23 am
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।  রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে লালমনিরহাটের চারটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

লালমনিরহাটের হাতীবান্ধায় পারুলিয়া তফশীলি স্কুল ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, এ কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৩৯ জন। এখানে ৮টি বুথ রয়েছে। দুই ঘণ্টায় ১৫২টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও বাড়বে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনও সমস্যা তৈরি করতে পারবে না। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, ‘মনিটরিং চলছে, কোথাও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যদি কোনও প্রার্থীর লোকজন বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যববস্থা নেওয়া যাবে। নির্বাচন কমিশন ও সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।’

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।