ঢাকাThursday , 23 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য

‘বাংলাদেশি ভেবে’ বিএসএফের গুলি, ভারতীয় নাগরিক নিহত

TITUL ISLAM
May 23, 2024 11:31 am
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট।। 

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাকেশ হোসেন (৩০) নামে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত রাকেশ কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানে মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে তিনি মারা যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, সীমান্তে কয়েক রাউন্ড ফায়ার হয়েছে। এ ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ’র গুলিতে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। সীমান্তে গুলির ঘটনায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হলে বিএসএফ’র কোনও সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।