রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে চালু হওয়া আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ভেঙে গেছে জানালার গ্লাস। তবে পাথরের আঘাতে কোনও যাত্রী আহত হয়নি।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে যাত্রী নিয়ে পারুলিয়া বাজারের ঘুণ্টি ঘর এলাকায় পৌঁছালে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি পাথর ছুড়ে মারে বলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।
এর আগে দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও মতিয়ার রহমান এমপি।
ট্রেনে থাকা যাত্রীরা জানান, ট্রেনটি হাতীবান্ধা স্টেশন ছেড়ে পারুলিয়া স্টেশনের কাছে এলেই এলোপাতাড়ি পাথর ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের জানালার তিনটি গ্লাস ভেঙে যায়।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।