রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।
সীমান্ত হত্যা বন্ধে লাশ নিয়ে মিছিল এবং সমাবেশ করেছে হানিফ বাংলাদেশী নামে এক যুবক ও তার সহযোগীরা। শুক্রবার সকাল ১০ টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ মোড় হতে পাটগ্রাম শহরের প্রধান সড়কে এ মিছিল করা হয়।হানিফ বাংলাদেশির নের্তৃত্বে এ মিছিলে সংগতি জানিয়ে অংশ নেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাদিকুল ইসলাম, নুরুনবী মিয়া, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার এন ইউ আহম্মেদ, ঝালকাঠি কাঠালিয়া উপজেলার সৌরভ হোসেন বেলাল ও নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আরিফ হোসেন।মিছিল শেষে হানিফ বাংলাদেশি বলেন, ‘প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমার বাংলাদেশের উপর আগ্রাসন চালায়।
বিএসএফ সীমান্তে বহু বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। মিয়ানমার তাদের নাগরিক ১২ লাখ রোহিঙ্গাদেরকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। মিয়ানমারের মর্টারসেলের আঘাতে দুই বাংলাদেশি সম্প্রতি নিহত হয়েছে।
বাংলাদেশিদেরকে হত্যার পর গরু চোরাকারবারি বলে চালিয়ে দেয়। হত্যা কেন চোরাকারবারিদেরকে ধরে বিচারের আওতায় আনা হোক। উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারী টেকনাফে প্রতিকি লাশ নিয়ে প্রথম মিছিল করে। পরবর্তীতে সারা দেশের সীমান্তবর্তী জেলা ও উপজেলা অভিমুখে এ কর্মসূচী করবেন তারা।