রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ,
লালমনিরহাটের কালীগঞ্জে তুষভান্ডার দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তুষভান্ডার দলিল লেখক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে। রুমে সংগঠনটির সকল সদস্যদের উপস্থিতিতে মতবিনিময় হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম সকল সদস্যদের উদ্যেশ্যে শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সফলতা কামনা করে বলেন, এটা অত্যান্ত আনন্দের ও খুশির খবর। এই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় দলিল সম্পাদন করে নিশ্চয় সর্বসাধারণ উপকার পাবে বলে প্রত্যাশা রাখি। উক্ত সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, তুষভান্ডার দলিল লেখক সমিতির নবগঠিত কমিটির সভাপতি আবু তাহের মোঃ মুসা শামীম, সহ-সভাপতি, আঃ সালাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ফরাদ , সহ সম্পাদক, সাদিকুল ইসলাম,কোষাধাক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক,মোহাম্মদ আইয়ুব ইসলাম, প্রচার সম্পাদক, মোহাম্মদ হান্নান মিয়া, ও সদস্য আবু আলা,লিটন মিয়া, শফিউল্লাহ শাফি প্রমুখ। সহ সংগঠনটির নির্বাচনিক সকল সদস্যদের উপস্থিতি ছিলেন। উল্লেখ যে গত ২৮ জানুয়ারি এ নির্বাচনে মোট ৯৩ জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।