পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম ওরফে টুকলুর লাশ হস্তান্তর করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোরে এ লাশ হস্তান্তর করেন
উল্লেখ্য, রোববার ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের অভ্যন্তরে ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে রবিউলের লাশ বিএসএফ-এর মাধ্যমে উভয় দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে। লাশ গ্রহণের পর তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।