ঢাকাSunday , 28 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

TITUL ISLAM
January 28, 2024 3:20 pm
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

রোববার( ২৮ জানুয়ারী) ভোররাতে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-র একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছুরলে ঘটনাস্থলেই টুকলু নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায় বলে এমন দাবী করেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। বর্তমানে ঘটনাস্থলেই আছেন বলে তিনি জানান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানেন না। খোঁজ-খবর নিয়ে বলতে পারবেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।